পিয়ালী দাস, বীরভূমঃ
শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে চলছে এক অনিশ্চয়তা। ভাবলেশহীন মানসিকতা নিয়ে রাজ্যে শিক্ষা দপ্তর এক প্রকার খিচুড়ি পাকিয়ে ফেলেছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কে। রাজ্যের বহু স্কুলে এখনো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে পারেনি সরকার। কিন্তু স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি হবে অথচ শিক্ষা পাবে না এরকম অচলাবস্থা চোখের সামনে দেখে স্থির থাকতে পারেননি শ্রীধর মন্ডল(৭৮)। বিজ্ঞান বিভাগের শিক্ষকের বড্ড অভাব, তাই হাত গুটিয়ে না বসে থেকে চলে এসেছেন পড়ুয়াদের পড়ানোর জন্য নিজেরই প্রাক্তন স্কুলে।
বিরল ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার বনগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় স্তম্ভিত স্কুলের বাকি শিক্ষক থেকে স্কুলের পড়ুয়ারা। ৭৮ বছর বয়সী শিক্ষক শ্রীধর মন্ডল বলেন, ২০০১ সালে এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেছিলাম, দীর্ঘ ১৯ বছর পর আবার স্কুলে এসে এইভাবে শিক্ষকতায় মেতে উঠবেন তিনি তা কখনোই ভাবেননি।
তিনি বলেন, বর্তমান পড়ুয়াদের অভিভাবকরা আমার ছাত্র ছাত্রী ছিল, তাই এরা আমার নাতি নাতনীর সমতুল্য,
অর্থ উপার্জনের জন্য কোনদিনও শিক্ষকতা করিনি আজও অর্থ উপার্জনের কোন লক্ষ্য নিয়ে স্কুলে আসিনি। এসেছি পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন স্কুলের এই পড়ুয়াদের সঙ্গেই বইপত্রের মাঝে কাটিয়ে যেতে চাই।
স্কুল পড়ুয়াদের দাবি, গ্রামের অনেক মানুষের কাছে এই শিক্ষকের কথা শুনেছি, আমরা ভাগ্যবান ওনার কাছে আবার শিক্ষালাভের সুযোগ পেলাম।
আরও পড়ুনঃ বাংলার গুগল বয় তেইশ মাসের ময়ূখ
বনগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু চ্যাটার্জি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে এক শিক্ষকের বিদায় বেলায় স্কুলের প্রাক্তন শিক্ষক হওয়ার জন্য শ্রীধর বাবুকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম,
সেখানেই বিজ্ঞান বিভাগের শিক্ষকের অভাব নিয়ে আলোচনা হচ্ছিল ঠিক সেই সময় শ্রীধর বাবু উৎসাহের সঙ্গে জানান বিনা পারিশ্রমিকে স্কুলের ছাত্রদের কে পড়াতে চান। বিলম্ব না করে হাতের কাছে চাঁদ পাওয়ার মত আমরাও লুফে নিয়ে শ্রীধর বাবুর আমন্ত্রন জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584