দুঃস্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিলি শিক্ষকদের

0
69

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা আন্দোলনের প্রাক্তন নেতা যতীন্দ্র নাথ সাহাকে শ্রদ্ধা জানাতে শনিবার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে দু:স্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিলি করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

teacher distribute food to Miserable | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সংগঠনের পক্ষ থেকে আদিয়ার, মোহিনীগঞ্জ ও ধলগা গ্রামের ২০০ জন দু:স্থ মানুষের হাতে রান্না করা খাবার ও জল বিলি করা হয়। এদিনের কর্মসূচিতে কৃষ্ণেন্দু রায় চৌধুরী, ধ্রুব পাল সহ অন্যান্যরা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

এবিপিটিএ-র জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায়চৌধুরী জানান, ‘লকডাউনের সময় জেলার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

সেই কর্মসূচিতে লককাউনের মধ্যে আজ প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে রান্নাকরা খাবার ও পানীয়জল তুলে দেওয়া হয়েছে।’ অবিভক্ত পশ্চিম দিনাজপুরের প্রাথমিক শিক্ষা আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব যতীন্দ্র নাথ সাহাকে স্মরণ করে এদিনের কর্মসূচি পালন করা হয়। আগামীদিনে এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যের সব্জি বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here