নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কোয়ারান্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের সঠিকভাবে পরিচর্চা করার জন্য টটপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে কুড়ি হাজার একশো টাকা তুলে দিলেন যশোডাঙ্গা হাই স্কুলের শিক্ষকরা।
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মজিদখানা হাই স্কুল এবং যশোডাঙা হাই স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখার জন্য কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে। জানা গেছে, মজিদখানা কোয়ারান্টাইন সেন্টারে ১৬ জন রয়েছেন, অন্যদিকে যশোডাঙা হাই স্কুলে দুইজন রয়েছেন। কোয়ারান্টাইন সেন্টারে থাকা ব্যক্তিরা যেন ভালো পরিষেবা পান, তার জন্য যশোডাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দে তাদের সকল শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় কুড়ি হাজার একশো টাকা শুক্রবার গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেন।
আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
গ্রাম পঞ্চায়েত প্রধান দুধকুমার রায় বলেন, ‘হাইস্কুলের শিক্ষকদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি।’ এদিকে যশোরডাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দে বলেন, “আমাদের ক্ষুদ্র আর্থিক সাহায্য কোয়ারান্টাইন সেন্টারের মানুষদের জন্য উপকারে লাগবে। তাই আমাদের এই ছোট প্রচেষ্টা মাত্র।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584