শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট এর মত মফস্বল শহরে মায়ের মরণোত্তর চক্ষুদান এবং দেহদান করে নজির গড়লেন এক স্কুল শিক্ষক।
বালুরঘাট শহরের বেলতলা পার্ক এলাকার দুর্গা বাড়ির বাসিন্দা স্কুল শিক্ষক বিভাস দাসের মা অঞ্জলি দাস গতকাল অসুস্থতার কারণে মারা যান।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ব্রুনোর আত্মোৎসর্গ দিবস উদযাপন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির
তার মৃত্যুর পরেই ছেলে বিভাস দাসের তৎপরতায় মৃত অঞ্জলি দেবীর চক্ষুদান করা হয় বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়াস আত্রেয়ী” তে। এরপর বিভাস বাবু নিজ উদ্যোগে মায়ের দেহ নিয়ে যান মালদা মেডিকেল কলেজে। সেখানে অঞ্জলি দেবীর দেহ দান করা হয়।
পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বিভাস দাস জানান, ২০১১ সালে মায়ের মরণোত্তর চক্ষুদান এবং ২০১৩ সালে মায়ের মরণোত্তর দেহদান এর অঙ্গিকার করা হয়েছিলো।
মায়ের মৃত্যুর পর তাঁর দেহ না পুড়িয়ে চক্ষু ও দেহ দান করা হয় যাতে কেউ দৃষ্টি শক্তি পায় এবং চিকিৎসা শাস্ত্রে কাজে লাগে। পাশাপাশি তিনি নিজেও মরণোত্তর চক্ষুদান এবং দেহদান অঙ্গীকার করেছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584