পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে মারধোরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ কাশিবাটী বিবেকানন্দ বিদ্যাপীঠে।
অভিযোগের তির বিদ্যালয়েরই শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে। আহত অবস্থায় বিজয় বর্মণ নামে ওই ছাত্রকে চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ছাত্রের বাবা গোপাল বর্মণের অভিযোগ, “ছাত্ররা দুষ্টুমি করলে শিক্ষকরা শাস্তি দিতেই পারেন কিন্তু এক্ষেত্রে তার ছেলেকে যেভাবে মেরেছে তা অত্যন্ত নিন্দনীয়।
শাস্তির অনেক প্রক্রিয়া রয়েছে। তবে যে নৃশংস ভাবে মারা হয়েছে তা মানা যায় না। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন ছাত্রের বাবা।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমান বলেন, ক্লাসের ছাত্ররা তার নাম ধরে ডাকার পাশাপাশি বাড়াবাড়ি ধরনের দুষ্টুমি করছিল। নিষেধ করা সত্বেও শুনছিলো না।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় আহত নাবালক স্কুল পড়ুয়া
উত্তেজনার বশেই বেত দিয়ে মারা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষক স্বীকার করে নিয়েছেন, উত্তেজনার বশে শাস্তির পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষকের কাছে ঘটনার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584