দুঃস্থ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পাশে শিক্ষা কর্মাধ্যক্ষ

0
54

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিজের উদ্যোগে দুঃস্থ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি।

students | newsfront.co
নিজস্ব চিত্র

কেশিয়াড়ী ব্লকের কিয়ারচাঁদ মিশনারিজ অফ চ্যারিটেবলের শান্তি শিশু ভবনের ২০জন শিশু ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ২০ জন শিশুর হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন কর্মাধ্যক্ষ।

কর্মাধ্যক্ষ নিজের হাতে তাদের হর্লিক্স, বিস্কুট, ডিম, চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। করোনা মোকাবিলায় শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে হাত ধোয়ার সাবানও। স্বাস্থ্য সচেতনতা বিষয়ে করোনা পরিস্থিতিতে কী করণীয়, শিশুদের সে বিষয়ে সতর্ক করেন শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। মাতৃ পিতৃহীন খুদেরা হাতে খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি।

teacher | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শহিদ স্মরণে ফালাকাটায় রক্তদান শিবির

মিশনারি শিশু ভবনে অনাথ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের এই সংকটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানান কর্মাধ্যক্ষ।তিনি আরও বলেন, ‘ওরা খুবই ছোট। তাদের রেশন কার্ড নেই। তাই তারা সরকারের দেওয়া রেশন দ্রব্য পাচ্ছে না।

সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ। শিশু ভবনের সিস্টাররা এই সমস্ত বাচ্চাদের দেখভাল করে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে নানা রকম খেলনা।

সেখানে বাচ্চারা খুব সযত্নেই রয়েছে।’ শিক্ষা কর্মাধ্যক্ষের এদিনের এই উদ্যোগে সঙ্গে ছিলেন কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না সাউ। এদিনের এই উদ্যোগ খুশি মিশনের সিস্টার লুজি সহ সমস্ত সিস্টার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here