নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অসুস্থ পেঁচা উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন কেশিয়াড়ির খাজরা চন্দনা এলাকার এক গৃহশিক্ষক। মঙ্গলবার সকাল ছটা নাগাদ খাজরার বাসিন্দা বরুন দাসের বাড়িতে দেখা মেলে পেঁচাটির। পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন একটি অসুস্থ পেঁচা বাড়ির সামনে বসে আছে।

এরপরেই সকলে দেখেন পেঁচাটি চোট পেয়েছে এবং বসে রয়েছে। পাখিদের সঙ্গে লড়াই করে অসুস্থ হয়ে পড়ে বলে অনুমান। পেঁচাটিকে জল মুড়ি দেওয়া হয়। একটু সুস্থ হলে বন দফতরে খবর দেন বরুন দাস। ঘন্টা দুয়েকের মধ্যে খাজরা বন দফতরের কর্মীরা এসে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় গরু উদ্ধার, ধৃত ১
পেঁচাটিকে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে বন দফতরের আধিকারিক রাতে জানান। পেঁচাটিকে ফিরিয়ে দিতে পেরে খুশী গৃহশিক্ষকের পরিবার।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584