লকডাউনের মধ্যেও আদিবাসী ছাত্রের বাড়িতে শিক্ষাদান

0
55

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

জুলাই মাসেও খুলবে না স্কুল। দীর্ঘ লকডাউনে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ক্ষুদে পড়ুয়ারা। এরকম ৫০ জন আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দিলেন শিক্ষকরা। এবার শিক্ষকদের সঙ্গে পড়ালেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকও (ডি আই)।

teacher teaching | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং রায়গঞ্জ পূর্ব চক্রের ব্যবস্থাপনায় মহেশপুর আদিবাসী গ্রামে স্থানীয় মন্টু হেমব্রমের বাড়িতে অনুষ্ঠিত হলো পঠন পাঠন প্রক্রিয়া। খাতা, পেন, মাস্ক সহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হল ছাত্রছাত্রীদের।

আরও পড়ুনঃ সাইকেলকে সঙ্গী করার পরামর্শ কেন্দ্রের

জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের পাঠদানে অংশ নেন। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে দীপকবাবু বলেন, “প্রত্যন্ত এলাকায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের পঠন পঠন কার্যক্রম ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রশংসনীয় পদক্ষেপ।

স্কুল বন্ধ থাকলেও আগামীদিনে জেলার শিক্ষক শিক্ষিকারা তাদের নিজ এলাকায় উপযুক্ত দূরত্ববিধি মেনে গ্রুপ লার্নিংয়ের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

প্রয়োজনে বাংলার শিক্ষা পোর্টালে যে মূল্যায়ন পত্র দেওয়া আছে তাও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেওয়া যেতে পারে।’ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, লিয়াকত হোসেন সহ অন্যন্য শিক্ষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here