খালিদ মুজতবা, নিউজ ডেস্কঃ
দীর্ঘ দিন রোগভোগের পর আজ সন্ধ্যায় দিল্লির আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ সন্ধ্যায় তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে প্রণব মুখোপাধ্যায় মৃত্যুর সংবাদ জানান।
জেনে নিই প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য :
১১ ডিসেম্বর ১৯৩৫ সালে বীরভূমের কিন্নাহারের কাছে মুরিটি গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মা রাজলক্ষ্মী দেবী।
আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
১৯৫৭ সালে স্নাতকোত্তর পাস করে কিছুদিন স্কুলে শিক্ষকতা করেন এবং ওই বছরই শুভ্রা দেবীর সঙ্গে তার বিয়ে হয়।
১৯৬৩-১৯৬৯ সাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার বিদ্যানগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতা করেন। ‘দেশের ডাক’ নামে একটি পত্রিকায় সাংবাদিকতাও করেন তিনি।
১৯৬৬ সালে শিক্ষকতা চলাকালীন বাংলা কংগ্রেসের সদস্য হয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন।
১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হন।
আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা সিএবির
১৯৭১ সালে প্যারিসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সওয়াল করেন।
১৯৭৩ সালে বাংলা কংগ্রেস মিশে যায় কংগ্রেসের সঙ্গে। প্রণব মুখোপাধ্যায় ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রী হন।
১৯৭৫ সালে কংগ্রেসের টিকিটে ফের রাজ্যসভার সাংসদ হন।
১৯৭৭ সালের লোকসভা ভোটে কংসের হয়ে মালদা থেকে ভোটে দাড়িয়ে পরাজিত হন।
১৯৮০ সালের লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে বোলপুর থেকে লড়ে হারলেও ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী এবং রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন। ২০০২ সাল পর্যন্ত একটানা রাজ্যসভার সদস্য ছিলেন।
১৯৮২-১৯৮৪ সাল পর্যন্ত ইন্দিরা গান্ধীর জামানায় অর্থমন্ত্রী ছিলেন।
১৯৮৬ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাদের জেরে কংগ্রেস থেকে বহিস্কৃত হন এবং রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস গঠন করেন।
১৯৮৯ সালে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করেন।
১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।
১৯৯৫-১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রে নরসিংহ রাও এর মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী ছিলেন।
২০০৪-২০০৬ সাল পর্যন্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে লোকসভা সাংসদ হয়ে মনমোহন সিংয়ের মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী হন।
আরও পড়ুনঃ খাদ্য আন্দোলনে শহীদদের স্মরণে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে শহীদ দিবস পালন
২০০৬-২০০৯ সাল পর্যন্ত মনমোহন সিংহের মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী পদ অলংকৃত করেন।
২০০৮ সালে ভূষিত হন পদ্মবিভূষণ সম্মানে।
২০০৯-২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের সরকারের আমলে দ্বিতীয়বার দেশের অর্থমন্ত্রী হন।
২০১২-২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির আসন অলংকৃত করেন।
২০১৯ সালে ভূষিত হন ভারতরত্নে।
২০২০ সালের ৩১শে আগস্ট দীর্ঘদিন রোগভোগের পর ৮৫ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন একমাত্র বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584