মনিরুল হক, কোচবিহারঃ এক শিক্ষককে তুলে নিয়ে গিয়ে নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা। একই সঙ্গে শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয় স্কুল পড়ুয়ারা। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাঙরাবান্ধা হাই স্কুলের ঘটনা। শুক্রবার স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে দোষীদের শাস্তি দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী সরকার জানান যে গতকাল স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার কাছে কোন ছাত্র ফোন করে জানান স্কুলের শিক্ষক শত্রুঘ্ন ঘোষকে কে বা কারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, মাস্টার মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনটি পাওয়ার পর তিনি স্কুলের সভাপতিকে বিষয়টি জানান এবং ওই শিক্ষকের খবর সংক্রান্ত ফোনের জন্য অপেক্ষা করেন। এরপর ছাত্ররা ফোন করে জানায়, ওই শিক্ষককে পাওয়া যাচ্ছে না। ওই ছাত্ররা জানতে পেরেছে, ওই শিক্ষককে যারা তুলে নিয়ে গেছে, তারা তাকে নিগ্রহ করছে। ফোনে ছাত্ররা প্রধান শিক্ষিকাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। এরপর তিনি বিষয়টি পুলিশের কাছে জানান। স্কুলের সভাপতি ও আরেকজন শিক্ষককে নিয়ে প্রধান শিক্ষিকা মেখলিগঞ্জ থানায় গিয়ে থানার বড়বাবুর সঙ্গে দেখা করেন। ততক্ষণে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। তারা ওই শিক্ষকের সঙ্গে দেখা করেন এবং কি হয়েছে তা জানার চেষ্টা করেন। কিন্তু ওই মুহূর্তে ওই শিক্ষক কিছু জানানোর মত অবস্থায় ছিলেন না। এরপর তারা সেখান থেকে ফিরে আসেন।
ওই শিক্ষককে কে বা কারা, কেন মারল, কি মনে হচ্ছে? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “অভিযোগটা যেমন, হয়তো তার আগের দিন ক্লাসে ওই মাস্টার মশাই একটি মেয়ের সঙ্গে হয়তো এমন কিছু কথা বলেছেন বা আচরণ করেছেন যেটি মেয়েটির পছন্দ হয়নি। সে তার বাড়িতে গিয়ে জানিয়েছে। আমার কাছে কোন অভিযোগ ছিল না। আমার জানা ছিল না বিষয়টি। এই অভিযোগের ভিত্তিতে হয়তো কেউ তাকে তুলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে কি করেছে ওই মাস্টার মশাই কালকে বলার মত পরিস্থিতিতে ছিলেন না। আমরা তার শারীরিক অবস্থা দেখে ফিরে আসি।”
বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বলে, আমাদের স্কুলের শিক্ষককে যে বা যারা মারধর করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584