টেস্ট পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তাব শিক্ষকদের

0
84

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রতিবছর সাধারণত নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে থাকে। কিন্তু এবার অতিমারির মধ্যে সেই টেস্ট কবে হবে বা আদৌ হবে কি না, রাজ্যের আগামী বছরের কয়েক লক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

Madhyamik exam | newsfront.co
প্রতীকী চিত্র

এহেন পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা ছাড়াই সমস্ত দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বসতে দেওয়ার প্রস্তাব করেছে শিক্ষকদের একাংশ।

কলকাতার স্কুলগুলিতে অনলাইন ক্লাস তুলনায় ভাল হলেও পরীক্ষা নিয়ে শহরের পড়ুয়া-অভিভাবকেরাও উদ্বিগ্ন। হিন্দু স্কুলের এক শিক্ষক বলেন, “রাস্তাঘাটে দেখা হলে বা ফোনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটাই প্রশ্ন, ‘স্যর, টেস্ট তো চলে এল। পরীক্ষা আদৌ হবে তো? সিলেবাসেরই বা কী হবে।”

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল হাতির বহুমূল্যবান দুটি দাঁতের সামগ্রী

শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, অন্যান্যবার নভেম্বরের মাঝামাঝি সময়ে টেস্ট শুরু হয়ে যায়। কিন্তু এবারে এই করোনা পরিস্থিতিতে সেই সম্ভাবনা নেই। কতটা সিলেবাসে পরীক্ষা হবে, সেটাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। যদি নির্ধারিত সময়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে টেস্ট নেওয়ায় সময় হাতে থাকবে না।

আরও পড়ুনঃ বিনয় তামাংকে নবান্নে তলব মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, “দশম শ্রেণীর কিছু ক্লাস হলেও দ্বাদশ শ্রেণীতে কোনও ক্লাসই হয়নি। স্কুল কবে খুলবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই এই অবস্থায় টেস্ট নেওয়ার সুযোগ নেই বললেই চলে। আমরা শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একথা জানিয়ে চিঠি লিখেছি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here