ছাত্র-ছাত্রীদের সচেতনতা শিবির শিক্ষক সংগঠনের

0
38

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা ভাইরাস সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে মাস্ক, সাবান ও স্যানিটাইজার প্রদান করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।

corona awareness | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়াতে আয়োজন করা হয়েছিল এই মাস্ক ও স্যানিটাইজার প্রদানের। উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর মহাকুমার সম্পাদক কল্লোল রায়,সহ-সম্পাদক স্বপন শিকদার সুশান্ত বিশ্বাস সহ আরও অনেকে। প্রসঙ্গত করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন।

আরও পড়ুনঃ স্যানিটাইজ করা হল‌ শালবনী করোনা হাসপাতাল

লকডাউনের মাঝে বন্ধ রয়েছে স্কুল কলেজ। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হয়েছে বাম শিক্ষক সংগঠন এবিটিএ।

সেই মতো গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে এবিটিএ-এর এই কর্মসূচি। তাই রবিবার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় এবিটিএ-এর পক্ষ থেকে প্রায় ৩৫০জন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হল মাস্ক সাবান স্যানিটাইজার সহ একটি করে বিস্কুটের প্যাকেট। সেইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হল ছাত্র ছাত্রীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here