নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার থেকে অনলাইনেই পেনশনের নথি জমা দিতে পারবেন শিক্ষকরা। যে সব শিক্ষকরা এতদিন অনলাইনে পেনশনের আবেদন করতে পারেননি, এবার তাঁদের সেই সুযোগ দেওয়া হবে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পেনশন অফিস।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে শিক্ষকরা ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে অবসর গ্রহণ করেছেন, তাঁরা রোপা ২০১৯ নিয়ম অনুসারে অনলাইনে পেনশন সংক্রান্ত নথি জমা করতে পারবেন।
আরও পড়ুনঃ মৃদু, উপসর্গহীনদের জন্য স্যাটেলাইট হেলথ
এতদিন এই পরিষেবা না পাওয়ায় বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই। নতুন হিসেব করে ফর্ম ও নথি জমা করার পর নয়া হারে পেনশন পাবেন তাঁরা। বিষয়টি শিক্ষা দপ্তরকে জানিয়েছে পেনশন অফিস। জেলাস্তরে এই বার্তা পৌঁছে দেওয়ার আবেদনও করা হয়েছে। অনলাইন পরিষেবা চালু করায় অবসরপ্রাপ্তদের এতদিন যে অসুবিধা হচ্ছিল, তা মিটবে বলে জানায় শিক্ষা সংগঠনগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584