প্রয়াণ দিবসে স্বামীজীকে শ্রদ্ধা জ্ঞাপন শিক্ষকের

0
146

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্রশাসনের হুঁশ নেই। শেষ পর্যন্ত ঘুম ভাঙালেন এক শিক্ষক। স্বামীজীর প্রয়াণ দিবসে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি।

swami vivekananda | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার ছিল স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের বটতলা ও জজকোর্টে থাকা বিবেকানন্দ মূর্তিতে কেউ মাল্যদান করেননি।

দুপুরে বিষয়টি নজরে আসে মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার। বিকেলে সুদীপ বাবু জলের বালতি ও ফুলের মালা নিয়ে হাজির হন বটতলার বিবেকানন্দ মূর্তির পাদদেশে।

আরও পড়ুনঃ বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন কাউন্সিলার

ডেকে নেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা কেশপুরের মহিষাগেড়্যা এএম‌এ হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে। দু’জনে মিলে বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন।

এরপর মূর্তিতে মাল্যদান করেন তারা। পাশাপাশি জজকোর্টে গিয়েও তাঁরা অরবিন্দ নগরে থাকা বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন।

সুদীপ বাবু বলেন,’আমরা শহরবাসীর পক্ষ থেকে মাল্যদানের মাধ্যমে বিবেকানন্দকে শ্রদ্ধা জানালাম।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘বটতলার মূর্তিটির অবিলম্বে সংস্কার ও রঙ করা প্রয়োজন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here