করোনা আবহে ডিজিটালেই পালিত হবে শিক্ষক দিবস

0
181

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনা পরিস্থিতির জেরে বন্ধ স্কুল, কলেজ। এদিকে, আগামীকাল শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনটায় শিক্ষকদের শ্রদ্ধাজ্ঞাপন করে ছাত্রছাত্রীরা। স্কুলে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এবছর করোনার ছোবলে ম্লান হয়েছে শিক্ষক দিবসের প্রাণোচ্ছলতা। তাই এবছর শিক্ষকশিক্ষিকার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুল।

MP Birla school | newsfront.co
ফাইল চিত্র

দেশের এই কঠিন সময়ে শিক্ষক এবং শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, তাঁদের স্নেহময় ও অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ ও ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এই মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অভিভাবকরা। সমস্ত অভিভাবকবৃন্দের মধ্যে ২৫ জন স্বেচ্ছাসেবক অভিভাবক শিক্ষক দিবসের এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে ওই স্কুলের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছেন।

আরও পড়ুনঃ শনিবার খোলা থাকবে ব্যাংক, ঘোষণা নবান্নের

কলকাতার ওই ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ৫ সেপ্টেম্বর নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবে। এদিনের অনুষ্ঠান ৭ টি ভাগে সুসজ্জিত। ছাত্রছাত্রীদের পাশপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অভিভাবকরাও।

আরও পড়ুনঃ ‘একদিনে ট্রেড লাইসেন্স’ আজ থেকে চালু করল কলকাতা পুরসভা

এছাড়া স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। শিক্ষক দিবসের এই অনুষ্ঠানটির নাম ‘গুরুবন্দনা’। আগামীকাল, শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটি চলবে সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here