পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের অধ্যাপক সংগঠন

0
60

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

স্নাতক ও স্নাতকোত্তরের ইউজিসির পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অধ্যাপক সংগঠন ওয়েবকুপা।

করোনা আবহে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC)
স্নাতক ও স্নাতকোত্তরে চূড়ান্ত বার্ষিক পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশিকা জারি করার পর দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন সংক্ষেপে ওয়েবকুপা। ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১ জন ছাত্র-ছাত্রী একই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

সংগঠনের তরফ থেকে নেত্রী কৃষ্ণকলি বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে আবার শিক্ষামন্ত্রী এবিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন । কিন্তু ইউজিসি তার অবস্থানে অনড় রয়েছে। গাইডলাইন পুনর্বিবেচনা বা পরীক্ষা বাতিল করার কোনো সিদ্ধান্ত ইউজিসি তরফ থেকে জানানো হয়নি। তাই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়াই সমীচীন বলে মনে করছেন।

ইউজিসি পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করে তাদের নির্দেশিকায় কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে তা জানিয়েছেন। সেখানে মাস্ক পরা থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ ৩০ দফার ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’-এর কথা উল্লেখ করা রয়েছে।

আরও পড়ুন:ভারতে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ, নয়া রিপোর্ট উদ্বেগজনক

আগামীকাল এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here