নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিদ্যালয়গুলিতে চাল ও আলু বিতরণের বিজ্ঞপ্তি জারি হতেই বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিলেন প্রাথমিক শিক্ষকরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর দক্ষিণ চক্র শাখা শুক্রবার ইসলামপুর বিডিওর কাছে পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পঁচিশ টাকা কেজি হিসেবে বর্তমান বাজারের দর অনুযায়ী আলুর মূল্য নির্ধারণ করতে হবে। চাল ও আলু বিতরণের আগে প্রতিটি বিদ্যালয়কে স্যানিটাইজ করে দিতে হবে।
আরও পড়ুনঃ শ্রমিক বিক্ষোভ বোলপুর স্টেশনে
চাল ও আলু বিতরণের দিন সুরক্ষার স্বার্থে বিদ্যালয়গুলিতে পুলিশি ব্যবস্থা মোতায়েন করতে হবে। এছাড়াও বেশকিছু বিদ্যালয় ইতিমধ্যেই কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষিত হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে সাময়িকভাবে বিতরণ স্থগিত রাখতে হবে।
সমিতির শাখা সভাপতি জয়ন্ত শর্মা জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের জন্য প্রয়োজন অনুযায়ী মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করতে হবে। সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ না করলে ফের তারা আন্দোলনমুখী হবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584