অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কোচ অরুণ লালের মায়ের মৃত্যুর জন্য দলের সঙ্গে নেই তিনি। ফলে ছন্দ পতন হলো বাংলার । সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চলতি মরসুমে প্রথম হার হল টিম বেঙ্গলের। প্রথম তিন ম্যাচ জয়ের পরে অসমের কাছে ১৩ রানে হারলো বঙ্গ ব্রিগেড।
শনিবার ইডেনে নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। এদিন ইডেনে প্রথমে ব্যাট করে দুরন্ত ইনিংস উপহার দিলেন অসমের অধিনায়ক রিয়ান পরাগ। ৫৪ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন অসমের অধিনায়ক। তার ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে অসম।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটিং অর্ডারে যবনিকা শুরুতেই আউট হয়ে ফিরে যান বাংলার দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং। মিডিল অর্ডারে লড়াই দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি। ৩৩ রানে আউট হন মনোজ।
আরও পড়ুনঃ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে লড়ছে ভারত
এরপর অনুষ্টুপ একদিক ধরে থাকলেও, একের পর এক উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলা। অবশেষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থেমে যায় বাংলার লড়াই। ৪৮ রানে অপরাজিত থেকে যান অধিনায়ক অনুষ্টুপ।
ম্যাচ শেষে বাংলার অধিনায়ক জানান, “দিনটা আমাদের ছিল না আমরা সব ডিপার্টমেন্টই ব্যর্থ হলাম । আশা করছি হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584