মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
মুম্বইয়ে দশ উইকেটে হারার পরে এদিন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে পরাস্ত করল টিম ইন্ডিয়া। সমতা ফেরালো সিরিজেও(১-১)। ঝলমলে বিরাট ও ধাওয়ানের ইনিংসের পর মারমুখী রাহুলের ব্যাটে ভর করে ভারত ৩৪০/৬ এ শেষ করে নিজেদের ইনিংস।
এদিন শুরু থেকেই বড়ো রানের দিকে এগোতে থাকে ভারত। এদিন অধরা থেকে গেল ধাওয়ানের কাঙ্ক্ষিত শতরান। ৯৬ রানে রিচার্ডসনের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। রোহিত শর্মা আউট হন ৪২ রানে। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দারুণ সূচনা করেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি করেন ৭৮। শেষের দিকে দুরন্ত ব্যাট করে যান কেএল রাহুলও(৮০)।
জয়ের জন্য ৩৪১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দুই ওপেনার দ্রুত আউট হয় অস্ট্রেলিয়ার। তবে শতরান থেকে ঠিক দুই রানের আগে ৯৮ রানে আউট হন স্মিথ।
এদিন সাইনি, যাদব, জাদেজা নেন দুটি করে উইকেট। সামি পান তিনটি। ম্যাচের সেরা নির্বাচিত হন লোকেশ রাহুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584