অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আজব নিয়ম যার ফল দিতে হল টিম ইন্ডিয়া কে। রাতারাতি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদলে ফেলল আইসিসি। ফলে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারত পয়েন্ট টেবিলে একেবারে উপরের সারিতে ছিল, সেই টিম ইন্ডিয়াকে এবার নেমে যেতে হল দু’নম্বরে। এতদিন দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া উঠে এল শীর্ষস্থানে।
বর্ডার -গাভাসকার সিরিজ শুরু আগে যা অক্সিজেন হিসেবে কাজ দিল অজিদের। করোনা পরিস্থিতির জন্য বিশ্বজুড়ে বহু টেস্ট সিরিজ বাতিল হয়েছে। করোনা পরিস্থিতির জন্য বিশ্বজুড়ে বহু টেস্ট সিরিজ বাতিল হয়েছে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সূচীরই পরিবর্তন হয়েছে।

একটা সময় ভাবা হচ্ছিল প্রথমবার শুরু হওয়া এই টুর্নামেন্ট মাঝপথেই বাতিল করতে হবে। কিন্তু আইসিসি শেষপর্যন্ত যেভাবেই সম্ভব টুর্নামেন্ট শেষ করার কথা ভেবেছে। আগামী বছর জুনেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। কিন্তু প্রচুর ম্যাচ যেহেতু বাতিল হয়ে গিয়েছে এবং সীমিত সময়ে ওই ম্যাচগুলি নতুন করে আয়োজন সম্ভব নয়, তাই আইসিসি পয়েন্ট টেবিলের নিয়ম বদলানোর সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ লম্বা চুল থাকলে ধোনির দিকে ঘুরেও তাকাতেন না, জন্মদিনে জানালেন সাক্ষী
বৃহস্পতিবার অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি জানিয়ে দেয়, এবার থেকে আর মোট পয়েন্টের ভিত্তিতে নয়, পয়েন্টের শতকরা হারের ভিত্তিতে ঠিক করা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকা।
আরও পড়ুনঃ নিউ নর্মাল আইএসএল-এ নয়া নিয়মকানুন
আইসিসি-র চিফ এগ্জিকিউটিভ মানু সনে বলেন, ”টিমগুলির র্যাঙ্কিং সিস্টেমের যে বদল আনার কথা কমিটি সুপারিশ করেছিল, তা মেনে নেওয়া হয়েছে। যে সব সিরিজ খেলা হয়েছে এবং যত ম্যাচ শেষ হয়েছে, সেই সব ম্যাচ থেকে প্রাপ্ত পয়েন্টের শতাংশের ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। এতে ওই সব টিমের পারফরম্যান্সের একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এবং টিমগুলির প্রতি সুবিচার করা যাবে।”
বর্তমান নিয়মে দেখা যাচ্ছে তালিকার এক নম্বর টিম অস্ট্রেলিয়া পেয়েছে ৮২.২ শতাংশ। তাদের পয়েন্ট ২৯৬। খেলেছে ৩টি সিরিজ। জিতেছে ৭টা ম্যাচ। হার ২, ড্র ১। আইসিসির এই নিয়ম দেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারত একটু চাপেই পড়ল। এখন টিম ইন্ডিয়ার লক্ষ অস্ট্রেলিয়ার মাঠে তাদের টেস্ট সিরিজে হারিয়ে সেই শীর্ষস্থান পুনরুদ্ধার করা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584