খালি পায়ে অস্ট্রেলিয়ার সংস্কৃতিকে সম্মান টিম ইন্ডিয়ার

0
78

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

খালি পায়ে মাঠে নামল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যোগ দিল অস্ট্রেলিয়ানরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামার আগেই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল সিডনির মাঠে। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের সম্মান প্রদর্শনের জন্য এমন উদ্যোগ। এরাই অজি মুলুকের আসল বাসিন্দা।

ODI series | newsfront.co

জনজাতিদের সম্মান দেখানোর জন্যই দুই দেশের ক্রিকেটাররা খালি পায়ে বৃত্তাকরে দাঁড়ালেন। যাকে পোশাকি ভাষায় বলা হয় বেয়ারফুট সার্কেল।

আরও পড়ুনঃ রোহিতের চোট নিয়ে বিস্ফোরণ বিরাটের

কী এই বেয়ারফুট সার্কেল? এটা বোঝাতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, “এই দেশের যারা প্রথাগত মালিক তাদের ক্রিকেটীয় শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশে এমন করা হয়েছে। এর উদ্দেশ্য তাদের এবং এই দেশকে সম্মান জানানো।

আরও পড়ুনঃ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ সিডনি ক্রিকেট মাঠে

খালি পায়ে করার তাৎপর্য হল, আমরা প্রত্যেকেই মাটির কাছাকাছি। সকলেই সমান। প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে। বৃত্তাকার হওয়া জাতি বিদ্বেষ হটিয়ে পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী হওয়ার বার্তা দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here