অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
তিন ম্যাচে ওয়ান-ডে সিরিজ শেষ। অস্ট্রেলিয়া যে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ৬৬ ও ৫১ রানে ভারত হারলেও তৃতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে ১৩ রানে জয় পেয়েছে বিরাট কোহলির দল। কাল ক্যানবেরায় প্রথম টি-২০ ম্যাচ।
এরপর ৬ ও ৮ ডিসেম্বর সিডনিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। চোটের জন্য টি-২০ সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং এই সিরিজে বিশ্রামে রয়েছেন পেসার প্যাট কামিন্স। ভারতীয় সময় দুপুর ১.৪০ থেকে ম্যাচ শুরু হবে।
আরও পড়ুনঃ এই জয় বাকি টি-টোয়েন্টি, টেস্টে আত্মবিশ্বাস দেবেঃ বিরাট
শেষ ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়া টি-নটরাজনের টি-২০তেও অভিষেক হওয়ার সম্ভাবনাটাই প্রবল। ওয়ানডেতে অভিষেক ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া শেষ ২ ওভারে মাত্র ৮ রান দেন তিনি। নটরাজন ছাড়া মনীশ পান্ডে ও দীপক চাহারকেও প্রথম একাদশে দেখার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চের সঙ্গে ডি’আর্শি শর্ট বা ম্যাথিউ ওয়েড কাউকে ওপেন করতে দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ সৌরভদের ভাগ্য নির্ধারণ ৯ ডিসেম্বর
ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান,”ওদের বিরুদ্ধে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে পারফরমেন্স ভালো। তাই এই ফর্ম্যাটে ওয়ান ডে সিরিজের হার ভুলে আমরা জিততে চাই। আর ভুললে চলবে না আমরা শেষ ওয়ান ডেটা জিতেছি সেটা আমাদের আত্মবিশ্বাস দেবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584