গাব্বাতে ভারতের সম্ভাব্য একাদশ

0
66

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল ১-১। শেষ টেস্ট জিতে সিরিজ জেতাকেই পাখির চোখ করছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দুই দলই। তবে ব্রিসবেন টেস্টে নামার আগে ভারত চাপে রয়েছে চোট সমভারতীয় দলে, ব্রিসবেন টেস্ট খেলতে যেতে রাজি একের পর এক চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল।

indian cricket team | newsfront.co

অশ্বিন, জাদেজা, বুমরাহ, বিহারী এই চারজন সিডনি টেস্টের পরে চোটের তালিকায় নাম লিখিয়েছেন। ‘অশ্বিনের অবস্থা খুব খারাপ। না খেলার সম্ভবনা ৪০-৬০। ও যদি না নামতে পারে তাহলে চার পেসারে প্রথম একাদশ সাজানো হবে- মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং টি নটরাজনকে নিয়ে। আর যদি অশ্বিন খেলে তখনও সুন্দরকে নেওয়া হতে পারে একজন পেসারকে কমিয়ে। কারণ ও ব্যাট করতে পারে এবং বোলিং বিভাগেও অপশন বাড়ানো যাবে। কুলদীপকে ভাবা হচ্ছে না। কারণ ও ব্যাটটা পারে না। আর গব্বায় রান করাই আসল চাবিকাঠি।”

আরও পড়ুনঃ  সকালে পজিটিভ আর বিকালে নেগেটিভ সাইনা, প্রণয়ের করোনা রিপোর্ট

সিডনি টেস্টে খেলার সময়েই পিঠের পেশিতে চোট পান অশ্বিন। যদি ও খেলার মত অবস্থাতেও থাকে, অশ্বিনকে সম্ভবত রেস্ট দেওয়া হবে। কারণ পুরো পাঁচদিন কতটা ওয়ার্কলোড নিতে পারবেন তিনি তা নিয়ে কিছুটা চিন্তিত ম্যানেজমেন্ট।

এদিকে ভারতের সম্ভাব্য একাদশ এমন – রোহিত শর্মা, শুভ মন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, রবি চন্দ্র অশ্বিন/ওয়াশিং টন সুন্দর, টি নটরাজন, মহ: সিরাজ, শার্দুল ঠাকুর,নভ দ্বীপ শাহিনি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here