টিজার নিয়ে মহালয়ায় ‘সূর্পণখার আগমন’

0
169

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নারী হল প্রকৃতি। যিনি ধারণ করেন, পালন করেন। মহালয়ায় হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। আর চলতি বছর দেবীপক্ষের প্রথম দিনে মুক্তি পেল এক নারীর নির্মিত অন‍্য আর এক নারীর উপেক্ষা, যন্ত্রণা, ক্ষোভের আখ‍্যান- ‘সূর্পণখার আগমন’-এর টিজার।

Shortfilm | newsfront.co
ছবিঃ জাস্ট স্টুডিও

জাস্ট স্টুডিও’র প্রযোজনায় সুচন্দ্রা ভানিয়া পরিচালিত স্বল্পদৈর্ঘের ছবি ‘সূর্পণখার আগমন’ আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে ‘জাস্ট স্টুডিও অ্যাপ’- এ। তার আগে মহালয়ার পুণ্যলগ্নে মুক্তি পেল ছবির টিজার।

ছবির নাম ‘সূর্পণখার আগমন’ শুনেই অনুমান করা যায়, বাল্মীকি রচিত রামায়ণের উল্লেখযোগ‍্য চরিত্র সূর্পণখাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির বিষয়। সূর্পণখা লঙ্কার রাজা রাবণের সহোদরা। রাজকুমারী হলেও কাব‍্যে তিনি উপেক্ষিতা।

Suchandra Vaaniya team | newsfront.co
ছবিঃ জাস্ট স্টুডিও

বাল্মীকির বর্ণনায় তিনি কুৎসিত। রাম এবং লক্ষণ উভয়ের কাছে প্রেম নিবেদন করতে গেলে চরম প্রত‍্যাখ‍্যাত হন তিনি। এমনকী লক্ষণ তরবারির আঘাতে সূর্পণখার নাক এবং কান কেটে ফেলেন। আজীবন অপমানের চিহ্ন হয়ে যা রয়ে যায়। এই কাহিনি কম বেশি আমাদের সকলেরই জানা।

Surpanakha aganman | newsfront.co
ছবিঃ জাস্ট স্টুডিও

কিন্তু এই উপেক্ষিতা চরিত্রেরও তো কিছু বলার থেকে যায়। তাঁর ক্ষোভ, যন্ত্রণা, বিষাদের কথাই উঠে এসেছে ‘সূর্পণখার আগমন’-এ। উঠে এসেছে সম্পূর্ণ অন‍্য মেরুতে অবস্থান করা কাব‍্য-নায়িকা সীতার সঙ্গে সূর্পণখার মুখোমুখি কথোপকথনও।

আরও পড়ুনঃ ‘সই’ Ami Go…

অভিনেত্রী, প্রযোজক হিসাবে সফল ভূমিকা পালনের পর সুচন্দ্রা ভানিয়া প্রথমবার পরিচালকের আসনে। ‘সূর্পণখার আগমন’ স্বল্পদৈর্ঘের এই ছবিটিই তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ। প্রথম ছবিতেই অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে চমক রেখেছেন তিনি। টলিপাড়ার পরিচিত কোনও মুখ নয়, ছবিতে সূর্পণখা এবং সীতা দুই উল্লেখযোগ‍্য চরিত্রে অভিনয় করেছেন পুরুলিয়ার দুই সাঁওতাল নারী।

আরও পড়ুনঃ নারী দিবসে আসছে ‘ফাটাফাটি’

সম্পূর্ণ ছবিটির শুটিং হয়েছে পুরুলিয়াতে। কুড়িজনেরও বেশি ছৌ শিল্পী অভিনয় করেছেন সুচন্দ্রার এই ছবিতে। যেহেতু লকডাউনে অন‍্যান‍্য অনেকের মতো কর্মহীন হয়ে পড়েছিলেন ছ‍ৌ শিল্পীরাও, ‘জাস্ট স্টুডিও’র ‘প্রয়াস’ এর উদ‍্যোগে এই ছবিতে অভিনয়ের মাধ‍্যমে তাঁরা কর্মমুখী হলেন আবার।

ছবিটির টেকনিক‍্যাল ডিরেক্টর প্রতীক দাশ। চিত্রনাট‍্য এবং সংলাপ লিখেছন চন্দ্রদয় পাল। অরিন্দম ভট্টাচার্যের ক‍্যামেরার লেন্সে জীবন্ত হয়ে উঠেছে ছবির এক একটি দৃশ‍্য। মিউজিক যেহেতু ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশ, লোকগান, লোকশিল্পী এবং লোকবাদ‍্যযন্ত্রের ব‍্যবহারে তা যথাযথভাবে সম্পাদন করেছেন লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য। ছবিটি সম্পাদনা করেছেন সৌরভ মণ্ডল। ৩ অক্টোবর থেকে ‘জাস্ট স্টুডিও’র অ্যাপে দেখতে পাওয়া যাবে সুচন্দ্রা ভানিয়া পরিচালিত ‘সূর্পণখার আগমন’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here