ফের বিপর্যস্ত হোয়াটসঅ্যাপ!

0
93

সঞ্চারী সাহা,ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার গভীর রাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এক গভীর সমস্যার সম্মুখীন হন৷ শুধু নির্দিষ্ট কোন এলাকায় নয়, সমস্যাটা ছিল সমগ্র বিশ্বব্যাপী ৷ এখন অবশ্য ঠিকঠাক চলছে এই মুহূর্তের অত্যাবশ্যকীয় চ্যাটিং অ্যাপ ৷এই খবর জানিয়েছে HT Tech। Down detector অনুযায়ী রাত ১ টা থেকে রাত ৩ টে অবধি এই সমস্যাটির স্থায়িত্ব ছিল। অ্যাপটিতে কোন মেসেজ রিসিভ বা পাঠানো যাচ্ছিল না৷ তাই কোন ভাবেই অ্যাপটির সাথে সংযোগ সাধন করা যাচ্ছিল না৷

Whatsapp | newsfront.co
প্রতীকী চিত্র

WABetaInfo-র তরফ থেকে জানা গেছে যে, সার্ভার ডাউন থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছিল। আমেরিকা, ব্রিটেন ও দক্ষিণ আমেরিকায় সমস্যা সব থেকে বেশী ছিল৷

আরও পড়ুনঃ নিষিদ্ধ টিকটক, নজর ‘চিঙ্গারি-তে

হোয়াটস অ্যাপ নিয়ে সমস্যা এই প্রথম নয়, এর আগেও এপ্রিল মাসে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সট্রাগাম বিভিন্ন অ্যাপে যান্ত্রিক সমস্যা দেখা গেছে। বছরের শুরুতে তিন ঘন্টা র জন্য হোয়াইটসঅ্যাপ বন্ধ থাকায় ক্ষমা ও চায় কর্তৃপক্ষ, কিন্তু এদিনের সমস্যার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি জুকারবার্গের সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here