নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘক্ষণ মোবাইলে গেম খেলতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘন্টার পর ঘন্টা ধরে অনলাইনে গেমে মত্ত থাকায়, মস্তিষ্কে হ্যামারেজ হয় বছর ১৬’র ওই কিশেরের। তার জেরেই প্রাণ হারাতে হল দ্বাদশ শ্রেণির ছাত্র দর্শনকে। সে পদুচেরি ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলির আনাই থারসা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস।

পরিবার সূত্রে খবর, দর্শন ওইদিন সকালে স্কুলের অনলাইন ক্লাসে অংশ নিয়েছিল। এরপর বিকাল ৩ টে নাগাদ সে অনলাইন গেমটি খেলতে শুরু করে। সন্ধ্যা ৭ টা নাগাদ হঠাতই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনারোডে বধূ মৃত্যুর ঘটনায় ধৃত স্বামী-শ্বশুরের পুলিশি হেফাজত
সেখানেই মৃত্যু হয় দর্শনের। চিকিৎসকদের প্রাথমিক নিরীক্ষায় জানা গিয়েছে, মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই দর্শনের মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর তাঁর অন্য কোনও অসুস্থতা ছিল কিনা তা জানতে পারলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584