তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
একটু অন্যরকম ভাবে উদযাপন করার ভাবনা ছিলোই।তাই বিয়ের প্রথম মাসের উদযাপনে ফ্রি ডেন্টাল চেক আপের উদ্যোগ নিল প্রান্তিক আর ব্রতী।এই বিষয়ে সহযোগিতা করলো বালুরঘাটের উত্তমাশা পাড়ার নিবেদিতা সেবাশ্রম।প্রান্তিক নিজে দন্ত চিকিৎসক।
এরকম একটা উদ্যোগে তাদের আরও দুজন দন্ত চিকিৎসক বন্ধু স্বর্ণায়ু মৈত্র ও অর্ণব সরকারও যুক্ত হলো।সবাই মিলে নিবেদিতা সেবাশ্রমের একষট্টি জনের দাঁত পরীক্ষা করলো। এই কাজে প্রান্তিক ও ব্রতীর বাবা মাও ভীষণ খুশী।প্রশান্ত ভান্ডারী,ঝর্ণা ভান্ডারী,বিজন সরকার,সীমা সরকাররা জানান,’যখন প্রথম জানতে পারি এই উদ্যোগের কথা তখনই ভীষণ খুশী হই।
আরও পড়ুনঃ পরীক্ষা কেন্দ্রের অব্যবস্থায় ক্ষুব্ধ কর্মরত শিক্ষক পরীক্ষার্থীরা
ওদের আশীর্বাদ করি যাতে আগামীতেও এইভাবেই ওরা ভাল কাজ করে যায়।দুপুরে একসাথে সবাই মিলে ভাত, ডাল, চিপস্, ফ্রাইড রাইস,মাছ/মাংস,চাটনি,মিষ্টি, আইসক্রিম সহযোগে আনন্দ করে দুপুরের খাওয়া খেল।প্রান্তিক ভান্ডারী ও ব্রতী সরকার জানায় ‘আজকের দিনে এই যে এভাবে ওদের সাথে কাটালাম ভীষণ ভাল লাগলো ও জীবনে স্মরণীয় হয়ে থাকলো’।নিবেদিতা সেবাশ্রমের সুপার পামি চৌধুরী বলেন,’এত ভালো একটা উদ্যোগ।আমরা সবসময় পাশে আছি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584