ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দীর্ঘ ৮ বছর ধরে চলা যৌন হেনস্থার মামলা থেকে অবশেষে রেহাই পেলেন তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল। যৌন হেনস্থার অভিযোগ মিথ্যে। গোয়ার আদালতের অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস করল তরুণ তেজপালকে। এদিনের রায় ঘোষণার পর আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেজপাল।
প্রসঙ্গত, ২০১৩ সালে তাঁরই এক সহকর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলে তার বিরুদ্ধে, সেই পরিপেক্ষিতেই দায়ের হয় মামলা।অভিযোগ, গোয়ার বম্বলিম হোটেলে এক মহিলা সহকর্মীকে লিফটের মধ্যে নিগ্রহ করেন তিনি।
Goa: Former Editor-in-Chief of Tehelka Magazine, Tarun Tejpal acquitted of all charges in the alleged sexual assault case against him.
(File photo) pic.twitter.com/peaMdXUfHV
— ANI (@ANI) May 21, 2021
আরও পড়ুনঃ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং’কে নোটিশ সিআইডির
এরপরই গ্রেফতার করা হয় তেজপালকে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৫৪, ৩৫৪ এ ধারায় চলছিল মামলা। ২০১৪ সালে ১ জুলাই সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি পায় তেজপাল। ৮ বছর মামলা চলার পর এদিন তাকে বেকসুর খালাস করে গোয়ার আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584