নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
১লা জুলাই থেকে পুনরায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে তেলেঙ্গানায়। সশরীরে ক্লাস করতে পারবে ছাত্র ছাত্রীরা। আজই তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানিয়েছেন, রাজ্যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, থাকবে না কোনো বিধিনিষেধও।
এরপর তেলেঙ্গানা সরকার এক বিবৃতি জারি করে জানায়, ১ জুলাই থেকে রাজ্যের সমস্ত বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান পুরো প্রস্তুতি নিয়ে পুনরায় চালু করার জন্য শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। এও বলা হয়েছে, শিক্ষার্থীদের বাধ্যতামূলক উপস্থিতি, অনলাইন ক্লাস এবং অন্যান্য বিষয় সম্পর্কিত নির্দেশাবলী প্রস্তুত করবে এবং তা শীঘ্রই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মহামারীজনিত কারণে গত বছর মার্চ থেকে সারাদেশে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। ক্লাস চলছে অনলাইনে। তাই করোনা পজিটিভিটির হার হ্রাস পাওয়াতেই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে চন্দ্রশেখর রাও-এর সরকার। সাথে খুলে দেওয়া হয়েছে রাজ্যের বিদ্যালয়গুলিও।
শুক্রবার তেলেঙ্গানায় পজিটিভিটির হার ১.১৪ শতাংশ। গত ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৪০০-এর কিছু বেশি এবং মৃত্যু হয়েছে মাত্র ১২ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584