চাকরির লোভে শ্বাসরোধ করে পিতাকে হত্যা করল সন্তান

0
65

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

ঘুমন্ত অবস্থায় বাবাকে শ্বাসরোধ করে খুন করলো ছেলে। সঙ্গ দিল মা ও ভাই। নাহ। বিনা কারণে এই কাজ একেবারেই করেনি মৃতের গুণধর ছেলে।

suspect
অভিযুক্ত। ছবিঃ টাইমস অফ ইন্ডিয়া

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার পেড্ডাপল্লি জেলার কোথুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের ওই অভিযুক্ত যুবকের পলিটেকনিক ডিপ্লোমা রয়েছে।

গত মাসের ২৫ তারিখে বাবাকে ঘুমের মধ্যে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে ওই যুবক। খুনের পর সকালে সকলকে জানায় যে, তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পেড্ডাপল্লির সরকারি সিঙ্গেরেনি কোলিয়ারিতে পাম্প অপারেটর ছিলেন অভিযুক্তের বাবা। মৃতের বড় ছেলে হওয়ার সুবাদে সহানুভূতির ভিত্তিতে চাকরি পেতেই খুনের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ অর্থ সঙ্কটের মধ্যেই জিডিপি বাড়বে চিনের, পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের

বাবার মৃত্যুর খবর দেওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারাই পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এরপর শুরু হয় তদন্ত। মা ও ভাইকে জেরা করতেই আসল কথা বেরিয়ে আসে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা), ১২০-বি (ষড়যন্ত্র), ২০১ (মিথ্যা তথ্য দেওয়া) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়।

সূত্রের খবর, তেলাঙ্গানা এবং কেন্দ্রীয় সরকারের যৌথ মালিকানাধীন সিঙ্গেরেনি কোলিয়ারি সংস্থা (এসসিসিএল) চাকুরিরত অবস্থায় যদি কোনও কর্মচারীর মৃত্যু হয়। সেই পরিবারের একজনকে কর্মসংস্থান দেওয়া হয়। আর সেই লোভেই বাবাকে খুন করেছে যুবক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here