ঘরবন্দি নোয়া

0
441

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সদ্য বিবাহিত নোয়া আজ ঘরবন্দি। নিজেকে আইসোলেটেড করেছেন তিনি। ২ এপ্রিল টেস্ট করলে ৩ তারিখ তিনি জানতে পারেন এবার ঘরে থাকার পালা কদিন৷ কারণ শিবু দাসের মতো করোনাও তার পিছু ছাড়েনি৷

Shruti Das | newsfront.co

শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- “বাবা-মায়ের সঙ্গে কলকাতাতেই আছি। তাড়াতাড়ি সুস্থ হতে চাই। কাজে ফিরতে হবে। জ্বর নেই৷ পালস এবং অক্সিজেন লেভেল ঠিক আছে৷ গন্ধ পাচ্ছি না, মুখে স্বাদ নেই। ঠাণ্ডা লেগে আছে। আর খুব কাহিল হয়ে গেছি। ব্যস এটুকুই।”

Star Jalsha paribar award | newsfront.co
সেরা মেয়ের পুরস্কার হাতে শ্রুতি

অবসরে কী করছেন জানতে চাইলে শ্রুতি জানান- “বই পড়ছি, সিনেমা দেখছি, মোবাইলে গেম খেলছি, গান শুনছি। আবার বিরক্তও হচ্ছি। কাজে ফিরতে হবে তাড়াতাড়ি, ঘুরতে যেতে হবে, ভাল-মন্দ খেতে হবে। সব প্ল্যানিং-এ জল ঢেলে দিল এই করোনা।”

আরও পড়ুনঃ মারা গেলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়

Desher Mati | newsfront.co
নবদম্পতি নোয়া-কিয়ান

ওদিকে নোয়ার এক্ষুণি বিদেশে যাওয়া হচ্ছে না। কিয়ান সবটা গুছিয়ে নোয়াকে নিয়ে যেতে চায়। কিন্তু কিয়ানের মা অন্তরা অন্য প্যাঁচ কষছে এই ফাঁকে। ওদিকে রাজার মনেও মাম্পি দিচ্ছে উঁকিঝুঁকি। এই নিয়েই এগোচ্ছে ‘দেশের মাটি’।

আরও পড়ুনঃ নজরুলের গানে ইমন দলের বর্ষবরণ

প্রসঙ্গত, ‘সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এ সেরা মেয়ের পুরস্কার পেয়েছেন শ্রুতি। দর্শকের মন মজিয়েছেন নিজের চোখ ধাঁধানো পারফরম্যান্সে। এহেন নোয়া থুড়ি শ্রুতির দ্রুত আরোগ্য কামনা করে তাঁর ভক্তকূল। খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফেরার জন্য ব্যাকুল শ্রুতি নিজেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here