বন্ধ থাকবে ‘এই পথ যদি না শেষ হয়’-এর শুট ফ্রম হোম

0
916

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সাময়িক কালের জন্য বন্ধ হল জি বাংলার ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এর শুট ফ্রম হোম-এর কর্মযজ্ঞ।শনিবার রাতে নিজের সামাজিক পাতায় এহেন বার্তা ভাগ করে নিয়েছেন ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

ei path jodi na sesh hoi | newsfront.co
‘এই পথ যদি না শেষ হয়’- এর পোস্টার
swornendu samadder | newsfront.co
স্বর্ণেন্দু সমাদ্দার, পরিচালক

swornendu samaddaar facbook chat | newsfront.co

urmi sartaki | newsfront.co
ঊর্মি-সাত্যকি

তাঁর বক্তব্য- “ধারাবাহিকের ‘শ্যুট ফ্রম হোম’ থেকে সাময়িক বিরতি নেওয়া হচ্ছে। ‘আগামী সোমবার অর্থাৎ ৭ জুন থেকে কিছু দিনের জন্য ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের টেলিকাস্ট বন্ধ থাকছে। তার মানে রোজকার মতো রাত ১০ টায় জি বাংলা খুললে আগামী কয়েক দিন আপনারা ঊর্মি আর সাত্যকির নতুন গল্প দেখতে পাবেননা’।”

writwik mukherjee | newsfront.co
ঋত্বিক মুখার্জি, অভিনেতা

writwik mukherjees facebook chat | newsfront.co

কয়েক দিন আগেই ফেডারেশনের অভিযোগের আঙুল উঠেছিল এই ধারাবাহিকের দিকে। লকডাউনের সময় দক্ষিণ কলকাতার একটি গুদাম ঘরে এই ধারাবাহিকের শুট চলায় বিতর্কের সৃষ্টি হয়। সংগঠনের কোপ এড়াতেই সম্ভবত এই সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যায়।

annwesha hazra | newsfront.co
অন্বেষা হাজরা, অভিনেত্রী

পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লিখেছেন- “আপনাদের মনে হতেই পারে, কেন এই আকস্মিক বিরতি? আমার জবাব, বিরিয়ানি রান্না করতে সময় লাগে। আমরা আপনাদের ডাল-ভাত নয়, বিরিয়ানি পরিবেশন করতে চাইছি। কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর যেভাবে ফিরব, তাকে সোজা কথায় ‘ধামাকা’ বলে।”

আরও পড়ুনঃ সন্তানসম্ভবা নুসরত

পরিচালকের দাবি- “ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, এমন কথায় কান দেবেন না।” ওদিকে ধারাবাহিকের নায়ক মানে সাত্যকি থুড়ি ঋত্বিক মুখার্জি পরিচালকের কথার রেশ টেনে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন- “দর্শকদের কাছে অনুরোধ, দয়া করে গুজবে কান দেবেন না। আপনাদের প্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ বন্ধ হয়ে যাচ্ছে না। প্রিয় দর্শক, মাত্র কয়েক দিন অপেক্ষা করুন। তার পর আবার ঊর্মি, সাত্যকির সঙ্গে আপনারাও বাহনদেবে চড়ে স্বপ্নের লংড্রাইভে পাড়ি দেবেন। আমরাও আপনাদের আনন্দের শরিক হওয়ার জন্য মুখিয়ে আছি। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। মাস্ক পরুন। ভিড়ভাট্টা আর গুজব থেকে দূরে থাকুন।” ছবি সৌজন্যে অভিনেতা এবং পরিচালকের ফেসবুক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here