নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
প্রোমো বলছে শেষের পথে ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। মা ভবতারিণী ডাকছেন রানিমাকে। রানিমা বলছেন- “আমি প্রেস্তুত।”দীর্ঘ সময়কাল ধরে সম্প্রচারিত এই ধারাবাহিক আসে ‘সুব্রত রায় প্রোডাকশন’-এর হাত ধরে। এরপর নানা কারণে তা চলে যায় জি বাংলার নিজের দায়িত্বে। জানবাজার রাজবাড়ির ইতিহাস হুবহু উঠে আসে ধারাবাহিকে।
তবে, অনেকসময়ই গল্প বিকৃতির অভিযোগ ওঠে ধারাবাহিকের বিরুদ্ধে। তা সত্তেও টিআরপি’র দৌড়ে কোনওদিনই পিছিয়ে পড়েনি এই ধারাবাহিক। ঘোরাঘুরি করেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের মধ্যেই। দশম শ্রেণীর দিতিপ্রিয়া রায় হয়ে ওঠেন সকলের রানি মা। ষোড়শী দিতিপ্রিয়াকে দেখানো হয় ত্রিশোর্ধ পেরনো রানিমার চরিত্রে৷
দর্শকের চাহিদা মেনে রানিমা আজ বৃদ্ধা। বয়সভারে জর্জরিত। এবার পরপারের ডাকে সাড়া দেওয়ার পালা।যেহেতু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র রানী রাসমণি, তাই তার মৃত্যুর পর আর কোনও গল্পই বাকি পড়ে থাকে না। সুতরাং অযথা কোনও গল্পকে টেনে লম্বা চ্যানেল করবে না তা বলাই বাহুল্য।বলতে দ্বিধা নেই, রানী রাসমণি দাসীকে নিয়ে এর আগে বাংলা টেলিভিশনে গল্প বাঁধা হয়নি। সাহস দেখিয়েছিল ‘সুব্রত রায় প্রোডাকশন’।
আরও পড়ুনঃ লাল রং সমর্থকদেরও পাশে আছেন দেবলীনা
রানিমার বিদায় বেলা এবার আসন্ন। দেখতে থাকুন ‘করুণাময়ী রানী রাসমণি’ প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টা, জি বাংলা।ওদিকে ইতিমধ্যেই হাজির ‘সর্বজয়া’ ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকটি কোন স্লটে আসছে জানা যায়নি এখনও। দর্শকমহলে প্রশ্ন ঘুরছে, তা হলে কি রানিমার জায়গাতেই আসবে সর্বজয়া?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584