মনোহরা গল্প নিয়ে আসছে ‘মিঠাই’

0
1337

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আগামী ৪ জানুয়ারি বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। গল্পের নায়িকা মিঠাই। সে গ্রামের মেয়ে। মিষ্টির কারিগর। তার হাতে বানানো সেরা মিষ্টি মনোহরা। ওদিকে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টি ব্যবসায়ী পরিবার মোদক পরিবার।

tele serial | newsfront.co

পঞ্চাশ বছর যাবত তিন পুরুষ ধরে তারা মিষ্টির ব্যবসা করে আসছে, যার প্রতিষ্ঠাতা সিদ্ধেশ্বর মোদক৷
মোদক বাড়ির ছেলে সিদ্ধার্থ বা সিড৷ সে বাড়ির ব্যবসায় আগ্রহী নয়। নিজের মতো করে গড়ে তুলতে চায় নিজের জীবন। খুব ছোটবেলায় মাকে হারায় সে৷ তারপর থেকেই বেশ খানিকটা ইন্ট্রোভার্ট সে৷ বাড়ির কোনও নিয়ম, আচার-অনুষ্ঠানে যোগদান করে না সে৷ সে মিষ্টি খায় না।

mithai | newsfront.co

তাকে মিষ্টি খাওয়ানোর চ্যালেঞ্জ নেয় মিঠাই। এরকমই গল্প কেন্দ্রে রেখেই এগোবে ধারাবাহিক।এই ধারাবাহিকে সময়ের সঙ্গে সঙ্গে বহু হারিয়ে যাওয়া মিষ্টির হদিশ মিলবে, যেগুলো একটা সময় মানুষের জিভের বাসনা মেটাত৷ পাশাপাশি একান্নবর্তী পরিবারের ফ্লেভার থাকবে গল্পে।

আরও পড়ুনঃ বৌঠানের রান্নার সিক্রেট খুঁজছেন আবির

সিদ্ধার্থের চরিত্রে আদৃত রায়। তিনি বড় পর্দার বহু পরিচিত মুখ। মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা কুণ্ডু। তা ছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, উদয় প্রতাপ সিং, লোপামুদ্রা সিনহা, অর্পিতা মুখার্জি, ধ্রুব সরকার, দিয়া মুখার্জি সহ আরও অনেকে।৪ জানুয়ারি থেকে সোম থেকে শনি রাত ৮ টায় সম্প্রচারিত হবে ‘মিঠাই’, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here