আসছে ‘নয়নতারা’, প্রবীণ চরিত্রে গৌরব মণ্ডল

0
988

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ গৌরব মণ্ডল। একের পর এক ধারাবাহিকে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করার পর এবার স্বাদবদল। সান বাংলায় ২২ মার্চ থেকে আসছে নতুন ধারাবাহিক ‘নয়নতারা’।

hiya | newsfront.co
হিয়া মুখার্জি

gaurav mondal | newsfront.co

সেখানে মাঝবয়সি পুরুষের চরিত্রে দেখা যাবে গৌরবকে৷ সে তারা নামের এক তরুণীর বাবা। এর আগে ভগবান শ্রী কৃষ্ণ, ওঁ নমঃ শিবায়, আরব্য রজনী থেকে শুরু করে পাণ্ডব গোয়েন্দা, কনে বউ সহ একাধিক ধারাবাহিকে মুখ্য এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

gaurav | newsfront.co
গৌরব মণ্ডল

actress | newsfront.co

এবার এক ধাক্কায় বেশ অনেকটা বেশি বয়সের চরিত্রে গৌরবকে দেখবে দর্শক।প্রোমো বলছে, মা মরা মেয়ে তারা সৎ মায়ের আদরে লালিত হয়। বাবা তাকে অপয়া মেয়ে বলে ডাকে। কিন্তু কেন ডাকে তা জানা যায়নি। জানার জন্য আর মাত্র কদিনের অপেক্ষা।

আরও পড়ুনঃ কৌশিক গাঙ্গুলির নতুন বাংলা ছবি

তারার ভূমিকায় নবাগতা হিয়া মুখার্জি। মডেলিং করেন তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যায়। তারার সৎ মায়ের চরিত্রে স্বর্ণকমল দত্ত। এ ছাড়াও রয়েছে আরও অনেকে।আগামী ২২ মার্চ থেকে প্রতিদিন সান বাংলায় সম্প্রচারিত হবে ধারাবাহিক ‘নয়নতারা’, সন্ধে ৭ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here