মন্দিরের আদলে যাত্রী প্রতীক্ষালয়

0
155

রাহুল রায়,কাটোয়াঃ

Temple like Waiting Room
নব নির্মিত যাত্রী প্রতীক্ষালয়।নিজস্ব চিত্র
Temple like Waiting Room
প্রতীক্ষালয় উদ্বোধন।নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত জগদানন্দপুর বাসস্ট্যান্ডের রাধাগোবিন্দ মন্দিরের আদলে যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জী। সঙ্গে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ।জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত উদ্যোগে যাত্রী প্রতীক্ষালয় হওয়াতে এলাকাবাসীরা খুব খুশি।এইদিন জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত কার্য্যালয় সন্নিকট ৮২ফুট উঁচু রাধাগোবিন্দ মন্দিরটি পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জী দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার সহ প্রমুখ। এইদিন মন্দিরে ভোগপ্রসাদ গ্ৰহন করেন।

Temple like Waiting Room
মন্দির পরিদর্শন।নিজস্ব চিত্র

আরও পড়ুন: আশাকরি গুজরাট দাঙ্গার অপরাধীরাও একইভাবে শাস্তি পাবেঃকেজরিওয়াল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here