নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্বচিল্কার কাঁসাই নদী সংলগ্ন জমিদারী বাঁধটি গতবছর কেটে দেওয়া হয়েছিলো। এবছর জুন মাসে বর্ষা আসার আগে ব্রীজের পিলারের কাজ সম্পন্ন করে , বাঁধটি পুনর্নির্মাণ করার কথা ছিল । কিন্তু ঠিকাদারের গড়িমসি ও লকডাউনের কারণে নির্মাণকার্য মন্থর হয়ে পড়ে । যার ফলে ভরা বর্ষাতেও বাঁধ পুরো খোলা অবস্থায় রয়েগেছে ।

২০১৭ সাল থেকে তদানীন্তন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন সামন্ত ব্রীজের জমি অধিগ্রহণ থেকে সমস্ত কাজে প্রশাসনকে সাহায্য করে আসছেন । তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি , বর্তমানে পূর্বচিল্কা ১৪ নম্বর বুথের সদস্যা শ্রীমতী মৌমিতা সামন্তের প্রতিনিধি তপনবাবু গত জানুয়ারী মাস থেকেই ঠিকাদারকে চাপ দিতে থাকেন , দ্রুত বাঁধনির্মাণ করার জন্য ।

কিন্তু এজেন্সির গাফিলতিতে কাজ শুরু করা হয়নি । তারপর লকডাউনের অজুহাতেও কাজ বেশ কিছুদিন বন্ধ থাকে । এরপর ব্রীজের নির্মাণকার্য চালু হলেও , বাঁধের কাজ চালু করা হয়নি । ফলে গত ২২ শে আগস্ট শনিবার ভোর থেকে ব্যারেজের জল ছাড়ার ফলে , জলের উচ্চতা প্রায় সাড়ে ৬ ফুট বেড়ে যায় । তপনবাবু ভোর বেলাতেই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে কিছু লোক নিয়ে বাঁধ তৈরির কাজ শুরু করেন ।

তপনবাবু বার বার ঠিকাদারকে ও জেলা প্রশাসনকে ফোন করে জেলা পরিষদ থেকে মাত্র হাজার তিনেক বস্তা ও ঠিকাদারের তরফে একটি জেসিপি মেশিন রাতে এসে পৌঁছায় । শিফট সিস্টেমে সারা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করে কোনোক্রমে বস্তা প্যাচিং দিয়ে নদীর জলকে আটকে দেওয়া হয় । রবিবার ভোরে পাশের পশ্চিমচিল্কা বুথের সদস্যা শ্রীমতী সুনিতা ঘড়ার স্বামী গৌরাঙ্গ ঘড়া ও তাঁর বুথের কর্মীদের নিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন । কিন্তু রবিবারও জলস্তর বাড়তে থাকায় ঐ বালির বাঁধ কতটা প্রতিরোধ করতে পারবে তা নিয়ে সন্দেহ দেখা দেয় ।

স্থানীয় সদস্যা শ্রীমতী মৌমিতা সামন্ত বলেন , ” আমরা স্থানীয় ভাবে যথাসাধ্য চেষ্টা করছি , যাতে হাজার হাজার মানুষকে আবার ঘর ছাড়া হতে না হয় । জেলা থেকে কিছু বস্তা এলেও , তা প্রয়োজনের তুলনায় নগন্য । এ ছাড়াও সত্বর শালবল্লী আনানোর চেষ্টা করছি । ” পূর্বচিল্কার সদস্যার স্বামী ও পূর্বচিল্কার পোস্টমাস্টার শ্রী বিশ্বজিৎ সামন্ত আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন , ” এই নদীবাঁধ ভেঙে গেলে , তার চাপ পিডব্লিউডি বাঁধের ওপর পড়বে ।
আরও পড়ুনঃ দাসপুরে সেতু ভেঙে বিচ্ছিন্ন ত্রিশটি গ্রাম
এবং পিডব্লিউডি বাঁধ ভেঙে গেলে প্রায় ৫ টি ব্লক জলের তলায় চলে যাবে । মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়য়ের সাথে যোগাযোগ করে পরিস্থিতিটির ভয়াবহতার কথা জানিয়ে, সাহায্য চাওয়া হয়েছে , আশা করি উনি দ্রুত হস্তক্ষেপ করবেন । “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584