করোনা প্রতিরোধে লখনৌ সহ উত্তরপ্রদেশের পাঁচ শহরে সাময়িক লকডাউনের নির্দেশ

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, বেশ কিছু রাজ্যে জারি হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকারকে লখনৌ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর ও গোরখপুর এই পাঁচ শহরে আজ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সাময়িক লকডাউন জারির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।

lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ব্যাংক, স্বাস্থ্য পরিষেবা, শিল্প ও বৈজ্ঞানিক ক্ষেত্র এবং জরুরী পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে পৌরসভার পরিষেবা ও গণ পরিবহন ক্ষেত্রকে।

উত্তরপ্রদেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ ও কার্যত অক্ষম হয়ে পড়া স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকারকে। একই সঙ্গে হাইকোর্ট এও জানিয়েছে যে শুধুমাত্র এই পাঁচ শহরের জন্যই লকডাউনের নির্দেশ, গোটা উত্তরপ্রদেশের জন্য নয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হবে এই পাঁচটি শহরের সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বন্ধ থাকবে স্কুল কলেজ, সমস্ত দোকান পাট। তিনজনের বেশি কর্মী নিয়ে যেসব মুদিখানার দোকান বা খাবারের দোকান চালানো হয় বন্ধ রাখতে হবে সেগুলি।

সব শপিংমল, হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে ২৬এপ্রিল পর্যন্ত।খোলা থাকবে ওষুধের দোকান, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী যেসব হকার বিক্রি করেন যেমন দুধ, সবজি, ফল, পাউরুটি তাঁদেরও দোকান গুটিয়ে ফেলতে হবে সকাল ১১টার মধ্যে।

আরও পড়ুনঃ দিল্লিতে আজ থেকে আগামী ৬ দিনের সম্পূর্ণ লকডাউন জারি

স্বাস্থ্য সংক্রান্ত কারণ ছাড়া এই সময়ের পরে রাস্তায় কেউই বেরোতে পারবেন না। ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ধর্মীয় স্থানও। শুধুমাত্র যাঁদের বিয়ে আগে থেকেই নির্ধারিত হয়ে আছে এই সময়ের মধ্যে, তাঁদের ক্ষেত্রে জেলাশাসকের বিশেষ অনুমতি নিয়ে সম্পন্ন করা যাবে অনুষ্ঠান, তবে অতিথি সংখ্যা সীমাবদ্ধ রাখতে হবে ২৫ জনের মধ্যে।

দেশের যেকটি রাজ্যে অতিমারীজনিত পরিস্থিতি সব থেকে উদ্বেগজনক, তার মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম।এ পর্যন্ত উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৫১,৬২০, সেরে উঠেছেন ৬,৫০,৩৩৩জন, করোনায় মৃত্যু হয়েছে ৯৮৩০ জনের। রবিবার উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৩০,৫৯৬; রবিবার লখনৌ থেকে আক্রান্তের সংখ্যা ৫৫৫১, বারাণসীতে ২০১১, কানপুরে ১৮৩৯ এবং এলাহাবাদে ১৭১১ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here