নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বেতন বৃদ্ধি, পে- স্লিপ ও সঠিক নিয়োগপত্র দেওয়া নিয়ে মোট তিন দফা দাবিতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন। এই অস্থায়ী কর্মীদের অভিযোগ গত চার বছর ধরে কাজ করলেও তাদের বেতন বৃদ্ধি হয়নি।
পাশাপাশি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে তাদের সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও তাদের আরও অভিযোগ যে, তারা চার বছর ধরে চাকরি করলেও তারা এখনও পর্যন্ত কোনো প্রকার পে -স্লিপ পাননা এবং তাদের নিয়ম মত নিয়োগ পত্রও দেওয়া হয়নি ।
আরও পড়ুনঃ বন্ধ চা বাগান খোলার দাবিতে পথ অবরোধ
তাই তারা সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন ও পে -স্লিপ সহ তিন দফা দাবিতে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের সুপারভাইজারের নিকট বিক্ষোভ দেখালেন।
এই বিষয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের সুপারভাইজার জানান, তিনি বারবার রাজারহাটে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠক করিয়ে দিয়েছেন। তার পরেও এই অস্থায়ী কর্মীরা কেন তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন সেটা তার জানা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584