নিউজডেস্কঃ
দেশের সব কৃষকের বকেয়া কৃষিঋণ একসঙ্গে মুকুব করা।ছোট ও ভূমিহীন কৃষকদের আয় নির্দিষ্ট করা এবং সমস্ত ফসলের ক্ষেত্রে খরচের দেড়গুন লাভের ব্যবস্থা করার দাবীতে দেশের বাইশটি রাজ্যের কৃষকরা দশ দিনের হরতাল শুরু করলেন।এই হরতালের জেরে দেশের অনেক কৃষকবাজার খাঁ খাঁ করছে।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।আন্দোলনকারীরা জানিয়েছেন যে,হরতালের কর্মসূচী হিসাবে গ্রামীন এলাকা থেকে শহরে সবজি ও অনান্য কৃষিজ উৎপাদন নিয়ে যেতে দেওয়া হবে না।সে লক্ষ্যেই দেশের বিভিন্নপ্রান্তে এদিন বিক্ষোভ দেখান কৃষকরা।কোন কোন স্থানে সবজি ফেলে রাস্তা অবরোধ করা হয়।
নাসিকের রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা।এই আন্দোলনের পরিপূরক হিসাবে আগামী ৬ জুন মন্দসৌরে পুলিশের গুলিতে নিহত কৃষকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও ১০ জুন ভারত বনধের আহ্বান জানিয়েছেন কৃষকরা।
এই হরতাল প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শুধু তাই নয় আন্দোলনের প্রভাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির আশঙ্কাও করছেন কোন কোন মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584