ওয়েব ডেস্ক, থানেঃ
মহারাষ্ট্রের থানেতে বহুতল ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন প্রায় ২০ জন। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার কাজে সহায়তা করছে।
সোমবার ভোর পৌনে চারটে নাগাদ মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকায় তিনতলা একটি বাড়ি ভেঙে পড়ে। ৪০ বছরের পুরনো ওই বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। ভিওয়ান্ডি ধামানকার-নাকা এলাকায় গিলানি নামক ওই বাড়িটি দীর্ঘ দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।
আরও পড়ুনঃ কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক-দোলা সহ ৮ সাংসদ
ভিয়ান্ডি কর্পোরেশনের তরফে এর আগে বিপদজ্জনক বাড়িটি ফাঁকা করার জন্য বাসিন্দাদের দু’বার নোটিস দেওয়া হয়। কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে সোমবার ভোর পৌনে চারটে নাগাদ বড়সর বিপর্যয় ঘটে যায়।
আরও পড়ুনঃ কর্মী ছাঁটাইয়ে লাগবে না সরকারের অনুমোদন
কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটিতে ১৫টি পরিবার থাকতো। থানের এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584