দশ ঘণ্টার সুপার সিঙ্গার ফিনালেতে মহা ধামাকা

0
164

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আসছে টানা দশ ঘণ্টার ‘সুপার ফিনালে’ এপিসোড। ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে ছয় জন ফাইনালিস্টের পারফরম্যান্স ছাড়াও থাকবে আরও নানা রঙের অনুষ্ঠান।

বিচারকের আসনে থাকবেন শান, অভিজিৎ, লোপামুদ্রা মিত্র এবং রূপঙ্কর বাগচি ছাড়াও কুমার শানু, সুখবিন্দর সিং এবং সোনু নিগম।

আরও পড়ুনঃ সুপার সিঙ্গার ফিনালের শুটিঙে কেন কাঁদলেন বিচারক অভিজিৎ?

তেমনি মঞ্চ মাতাতে হাজির থাকবেন কুমার শানু, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, কোয়েল, অনুপম রায়, শিলাজিৎ।
এঁদের পাশাপাশি থাকবেন অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, রজতাভ দত্ত।

আরও পড়ুনঃ রাজের নতুন খেলা ‘হাবজি গাবজি’

অভিজিৎ ট্রিবিউট দেবেন আশা ভোঁসলেকে। সোনু নিগম ট্রিবিউট দেবেন মান্না দে’কে। রূপঙ্কর গাইবেন জীবনমুখী গান। তন্ময় বসু এবং শানের যুগলবন্দি মন ভরাবে সবার।

আছে দুটি অন্য চমক। কুমার শানুর গানে নাচবেন প্রসেনজিৎ চ্যাটার্জি। মঞ্চে ফিরবে দেব-কোয়েল জুটি। সব নিয়ে টানা দশটি ঘণ্টার টানটান উত্তেজনাময় পর্ব আসছে ৪ অক্টোবর।
ফাইনালিস্টরা হলেন সঞ্চারী শ্রয়ী, রাজদীপ, দীপমালা, শালিনী এবং ময়ূরী।

আরও পড়ুনঃ অক্টোবরের ৫ থেকে ‘জীবন সাথী’

‘সুপার সিঙ্গার’-এর আসন্ন ‘সুপার ফিনালে’ উপলক্ষে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করে স্টার জলসা। হাজির ছিলেন অভিজিৎ, শান, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর, যিশু সেনগুপ্ত। জার্নি চলার সময়কার নানা মজাদার মুহূর্তের কথা শেয়ার করলেন সকলে। অভিজিৎ জানান- “আমি বিচার করতে বসে একটা কথাই ভাবতাম যাদের বাদ দিচ্ছি তাদের কেন বাদ দিচ্ছি। মঞ্চে ওরাই স্টার। আমরা কেউ না। কত লড়াই করে ওরা মঞ্চে!”

আরও পড়ুনঃ অনিন্দ্য ভাবনায় ‘পোয়েট্রি ইউনাইটস’

রূপঙ্কর জানান, “গোটা টিমটা দারুণ ছিল। আর প্রতিযোগীদের নিয়ে, মিউজিশিয়ানদের নিয়ে তো কোনও কথাই হবে না।” একইভাবে এই কদিনের জার্নিতে বেশ উচ্ছ্বসিত অন্যরাও। যিশুর সঞ্চালনার ভূয়সী প্রশংসা করলেন বিচারকমণ্ডলী। জানা গেল তিনদিন ধরে চলেছে ফিনালের শুটিং৷

টানা দশ ঘণ্টার এই সুপার ফিনালে এপিসোড সকলকে মাতিয়ে রাখবে বলে আশাবাদী অনুষ্ঠানের প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং চ্যানেল কর্তৃপক্ষ।
৪ অক্টোবর ঠিক দুপুর ১ টায় দেখতে ভুলবেন না ‘সুপার সিঙ্গার- সুপার ফিনালে’ স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here