নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর থেকে দীঘাগামী যাত্রীবাহী বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হল ১০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার আসদা মোড় এলাকায়।
আহতদের ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। জানাগেছে বৃহস্পতিবার মেদিনীপুর থেকে যাত্রী নিয়ে দীঘার দিকে যাওয়ার সময় খাকুড়দার কাছে আসদা মোড় এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি খালি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বাহী বেসরকারি বাসটির।
আরও পড়ুনঃ কলাইকুন্ডা এয়ারফোর্সের ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন
ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ। আহত হয় বাসের মধ্যে থাকা যাত্রীরা। তাদের মধ্যে ১০ জনকে স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ বংশিহারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ। আহত বাসের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ডাম্পারের চালক ও খালাসি পলাতক।
ঘটনার পর বেশ কিছুক্ষণ বেলদা দীঘা রাজ্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যানজট মুক্ত করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584