পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
চা বাগানের দখলকে কেন্দ্র করে শরিকি সংঘর্ষে ১০ জন জখম হওয়ায় চোপড়া থানার কাটগাঁও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, আলিমুদ্দিন, সলিম, কলিমুদ্দিন ও সাহিদ আলমরা বৃহস্পতিবার সকালে চোপড়া থানার কাটগাঁও এলাকার প্রায় এক বিঘা চা বাগানে চা পাতা তুলতে গেলে তৈয়ব,পিঠালু’রা দলবল নিয়ে পাতা তুলতে বাধা দেয় বলে অভিযোগ।
তৈয়ব, পিঠালুদের হামলায় সলিম, কলিমুদ্দিন ও সাহিদ আলম গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে তৈয়ব, পিঠালুদের পাল্টা অভিযোগ সলিমদের হামলায় তৈয়ব আলী,পইরুদ্দিন,জসিমুদ্দিন,আজমেরা খাতুন সহ সাতজন গুরুতর জখম হয়েছেন।
এদের মধ্যে তৈয়ব আলী, পইরুদ্দিন, জসিমুদ্দিন, আজমেরা খাতুনদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ দুর্গাপূজার দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১
বাকি জখমরা চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখ্য,ওই চা বাগানের বিষয়ে দুদিন আগেও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের উপস্থিতিতে বৈঠক হয়েছিল বলে জানা গিয়েছে। দুপক্ষই ওই চা বাগানটিকে নিজেদের দাবী করায় সমস্যার সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584