নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড ফাঁড়ির সম্মুখে ৩১নং জাতীয় সড়কে।
রবিবার বেলা সাড়ে ন’টা নাগাদ আসাম থেকে আসা একটি বিলাস বহুল গাড়ীর সাথে আলিপুরদুয়ারের অপর একটি গাড়ীর ধাক্কা লাগে। দুটি গাড়ী দুমড়ে মুচড়ে যায় । এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ফুটপাত এ একটি দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় । একজন পথচারী আহত হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা, গিয়েছে কম পক্ষে পাঁচ জন আহত হয়েছেন। যদিও পুলিশের কাছে আহতদের কোন তালিকা নেই । এলাকাবাসীদের অভিযোগ, ট্রাফিক গাফিলতির অভিযোগে এখানে পর পর দুর্ঘটনা ঘটে চলেছে। আহতদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকেই এলাকায় একটি ট্রাফিক পুলিশের দাবি জানানো হচ্ছে কিন্তু পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে আজ পুলিশ ফাঁড়ির সম্মুখেই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উত্তম বিশ্বাস বলেন, “দীর্ঘদিন যাবৎ এই এখানে ট্রাফিকের দাবি করা হচ্ছে কিন্তু পুলিশ গুরুত্ব দিচ্ছে না । আমরা চাই এখানে একটা ট্রাফিক ব্যবস্থা করা হোক ।
প্রতিদিন হাজার হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে একটা চৌপথি কিন্তু পুলিশ কোন গুরুত্ব দিচ্ছে না । ফলে আজও আবার একটা দুর্ঘটনা ঘটে গেল এরকম দুর্ঘটনা আবারো কতদিন ঘটবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584