শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর শেষ হলেও বিক্ষোভ অব্যাহত বাংলাদেশে। মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামের সদস্যদের হামলায় এখনো কার্যত অগ্নিগর্ভ দেশ। পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে সংঘর্ষে হেফাজত-সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের ১০ জন সদস্য নিহত হয়েছেন।
গত ২৬ মার্চ ছিল মোদির বাংলাদেশ সফর। কিন্তু মোদি বাংলাদেশে পৌঁছনোর পর থেকেই সে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে মৌলবাদী ও কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলি। তাদের দাবি, ভারতে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনে মদত দিচ্ছেন মোদি। চট্টগ্রামে বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে ৪ জন মারা যায় বলে জানা যায়।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর সফর ঘিরে প্রতিবাদের জেরে বাংলাদেশে বন্ধ ফেসবুক পরিষেবা
রবিবার পর্যন্ত চলা হিংসাত্মক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন ও চট্টগ্রামের হাটহাজারীতে তিনজন নিহত হয়েছেন। আগের তিনদিনের রেশ ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশের বন্ধের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিনের মত তাণ্ডব চালায় মাদ্রাসার ছাত্ররা। জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হেফাজতকর্মীরা। পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত দু’জন হাসপাতালে মারা যান। তার আগের দিন মৃত্যু হয়েছিল পাঁচজনের।
উল্লেখ্য, মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রিত হয়ে গত শুক্রবার দু’দিনের সফরে ঢাকা পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই তিনি ঢাকা বিমানবন্দরে নামেন। শাহজালাল বিমানবন্দরে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। একাধিক কর্মসূচিতেও যোগ দেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুনঃ অসমের এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াদের ‘রিজেকশন স্লিপ’ দেওয়ার নির্দেশ কেন্দ্রের
শনিবার সকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে মোদি যান বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধু মুজিবর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। দেশে ফেরার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে একাধিক প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর করেন তিনি। সব মিলিয়ে মোদির সফরে নতুন মাত্র পেয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক এমনটাই মত কূটনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584