নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের রাজা বাজার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর। তার কামড়ে আহত হয়েছে প্রায় দশ জন। যার ফলে এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ওই এলাকার বাসিন্দারা এই বিষয়টি কুকুর প্রেমীদের ও কোতোয়ালি থানার পুলিশকে জানিয়েছেন।
বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত্রি আটটা পর্যন্ত ১০ জন চিকিৎসা করেছেন যারা প্রত্যেকেই পাগলা কুকুরের আক্রমণে জখম হয়েছিলেন। বৃহস্পতিবার ওই এলাকা একেবারে থমথম। ওই এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন পাগলা কুকুরের আতঙ্কে। যেভাবে পাগলা কুকুরটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর সময় মানুষ ঘর থেকে বের হতে পারছেন না ।
আরও পড়ুনঃ জঁয়গা সীমান্তে উদ্ধার ড্রাগ,এক মহিলা-সহ ধৃত ৪
বৃহস্পতিবারও পাগলা কুকুরটি এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। পথ চলতি মানুষ থেকে ওই এলাকার বাসিন্দাদের তাড়া করছে। কিন্তু পাগলা কুকুরটিকে এলাকার মানুষ ওই এলাকা থেকে তাড়াতে পারছেনা। যার ফলে পাগলা কুকুরের আতঙ্কে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাড়ির ছোটদের ঘর থেকে একেবারে বের হতে দিচ্ছেন না। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাগলা কুকুরটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584