উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের একদিন আগেই খাস কলকাতা থেকে উদ্ধার হল দশটি তাজা বোমা। উদ্ধারস্থল হেস্টিংস থানা এলাকার খিদিরপুর রোড। বোমা উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম প্রকাশ সিং।
পুলিশ জানিয়েছে, এই প্রকাশ সিং দশটি বোমা সরবরাহ করতে এসেছিল। কী উদ্দেশ্যে এই বোমা নিয়ে শহরে ঢুকেছিল ওই ব্যক্তি, তা জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি বোমাগুলি এনেছিল? কাকে সরবরাহের জন্য সে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে ঘটনাটি ঘটার পরেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোর্য়াডকে। এর পরেই ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ফেলেন৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঠাসা কর্মসূচি নিয়ে শুক্রবার রাতে কলকাতায় পা রাখছেন অমিত শাহ। শুক্রবার রাতে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে এসে থাকবেন তিনি। সেই রাতেই শাহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে খবর, ৩০শে জানুয়ারি শনিবার সকাল দশটা পনের মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কপ্টারে চড়ে মায়াপুরে যাবেন অমিত শাহ। দুপুর দু টা পর্যন্ত মায়াপুরে থাকবেন। সেখানে ইস্কন মন্দিরে পুজো দেবেন। সেখানেই ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ ফের হেলিকপ্টার চড়ে ঠাকুরনগরে জনসভায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনসভা শেষে হেলিপ্যাডে কলকাতা বিমানবন্দরে এসে নামবেন। সেখান থেকে রাজারহাটের হোটেলে ফিরবেন। এদিনই সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট নাগাদ সায়েন্স সিটিতে একটি মিটিংয়ে যোগ দেবেন অমিত শাহ। সেখানে রাজ্য বিজেপির সোশাল মিডিয়া ও আইটি সেলের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ কেরলে ট্রেনের ধাক্কায় মৃত দুই যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদে
পরদিন একত্রিশে জানুয়ারি সাড়ে এগারোটায় অমিত শাহ সড়ক পথেই বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন। এগারোটা পঞ্চাশ থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত বিদ্যাসাগর স্ট্রিটে বিদ্যাসাগরের বাড়িতে থাকবেন অমিত শাহ। এরপর একটা পঞ্চাশ মিনিট নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যাবেন কেন্দ্রীয়মন্ত্রী। সেখানে একটি জনসভা করবেন। বিজেপির দাবি, এই জনসভায় তৃণমূলের একগুচ্ছ হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেবেন। এরপর তিনি উলুবেড়িয়ায় একটি রোড শোতে অংশ নেবেন। এছাড়া কৃষক সুরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে একজন কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরে ডেপুটেশন আলুচাষী সংগ্রাম কমিটির
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অমিত শাহের কর্মসূচির জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে দলীয় কর্মীদের ইতিমধ্যেই সর্তক করা হয়েছে। যাতে সব রকম কর্মসূচি খুব ভালো করে সম্পন্ন করা যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584