ওয়েবডেস্কঃ
কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়ার পরেই আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ৩৪ টা আসন পেয়ে জয়ী হয়েছিল টিএমসি । তবে এবারে জয়ী ওই ৩৪ জনের মধ্যে ১০ জন প্রার্থী লোকসভার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পেলেন না ।
২০১৪ সালের যে ১০ জন টিএমসি প্রার্থী টিকিট পাননি তারা হলেন
১)সুব্রত বক্সী (কলকাতা দক্ষিণ)।
২)অধ্যাপক সুগত বসু (যাদবপুর)।
৩)অভিনেত্রী সন্ধ্যা রায় (মেদিনীপুর)।
৪)উমা সোরেন (ঝাড়গ্রাম)।
৫)ইদ্রিস আলি (বসিরহাট)।
৬) পার্থ প্রতিম রায় (কোচবিহার)।
৭) সৌমিত্র খান (বিষ্ণুপুর)।
৮) অনুপম হাজরা (বোলপুর)।
৯) তাপস পাল (কৃষ্ণনগর)।
১০) তাপস মণ্ডল (রানাঘাট)।
ফেসবুকে দলের ভাবমূর্তি নষ্ট করার মত পোস্ট দেওয়ার অভিযোগে টিএমসি থেকে বহিস্কৃত হয়েছিলেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা । আজ মঙ্গলবার মুকুল রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বহিস্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা ।
আরও পড়ুনঃএকনজরে দেখে নিন তৃণমূল কংগ্ৰেসের প্রার্থী তালিকা
চলতি বছরের ৯ ই জানুয়ারি দল বিরোধী কাজের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছিল টিএমসি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584