সংশোধিত নাগরিক আইনের সমর্থনে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা হাওড়ায়

0
75

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

নাগরিক(সংশোধোনী) আইন ২০১৯-র প্রতিবাদে যখন রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে তখন সেই আইনের সমর্থনে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো হাওড়ায়।

সংবাদ চিত্র

জানা যায়, মঙ্গলবার দুপুরে সংশোধিত নাগরিক আইনের স্বপক্ষে হাওড়ায় পথে নামে বিজেপি। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়,সঞ্জয় সিং, জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। হাওড়া জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল দেশপ্রাণ শ্বাসমল রোড ধরে পাওয়ার হাউস মোড়ে পৌঁছান মাত্রই পথরোধ করে পুলিশ।

আরও পড়ুনঃ এনআরসি-সিএএ’র প্রতিবাদে কেশপুরে তৃণমূলের মিছিল

এরপরই পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। বাধ্য হয়ে পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here